চলছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে বেলা বাড়ার সাথে চড়ছে পারদ। কিন্তু এরই মধ্যে তীব্র গরমকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করছে ট্রাফিক পুলিশ। যদিও চিকিৎসকরা বলছেন, এই ভয়াবহ গরমে প্রয়োজনীয় কাজ ছাড়া রাস্তায় না বেরোনোই ভাল। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের কর্মীদের কথা ভেবে এগিয়ে এল বারাসাত জেলা পুলিশ। কর্মরত ট্রাফিক পুলিশের পাশে থাকতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো বারাসাত জেলা পুলিশ। শনিবার হেলাবট তলা মোড়ে বারাসাত পুরসভা অন্তর্গত যে সমস্ত রাস্তায় ট্রাফিক পুলিশ থাকেন তাদের প্রত্যেকের হাতে একটি করে ছাতা তুলে দেওয়া হয়।
সেই সঙ্গে এদিন যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন তাদের ফাইন করার পাশাপাশি একটি হেলমেটও তুলে দেওয়া হয় বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলঙ্গী, বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্ক আনন্দ, বারাসাত ট্রাফিক পুলিশের ডিএসপি নিহার রঞ্জন রায় সহ বারাসাত জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।