আগামী ১৯ মে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু মন্দির পরিদর্শন করবেন বলে ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড জানিয়েছে। TDB-র দাবি, রাষ্ট্রপতির এই পরিদর্শন ঐতিহাসিক হতে চলেছে। আগামী ১৮ মে থেকে দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। সফরের প্রথমদিন অর্থাৎ ১৮ মে কোয়াট্টম জেলায় একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। পরের দিন ১৯ মে মন্দিরের কাছে নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন। পাম্পা বেস ক্যাম্প হয়ে তীর্থযাত্রীদের মতো ৪.২৫ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে।
পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তিত হবে বলে জানা গিয়েছে। দেবস্বম বোর্ডের সভাপতি পিএস প্রশান্ত বলেন, “এটাই প্রথম যখন কোনও রাষ্ট্রপতি শবরীমালা মন্দির পরিদর্শন করবেন। তবে তিনি হেঁটে মন্দিরে যাবেন না গাড়িতে করে পৌঁছবেন, সে বিষয়ে SPG সিদ্ধান্ত নেবে। আমরা তাদের নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করব।” তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির সফরের কথা দু’তিন সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল। তবে বর্তমানে এটা নিশ্চিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ নিয়ে একটি বৈঠক করেছেন। দ্রুত রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে।