সোমবার দুপুরে হিলির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে পাকড়াও করে জওয়ানরা। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পারে, ধৃত মহিলার নাম জয়নাব আক্তার(৩৩)। বাংলাদেশের বগুড়ার কাজিখানা গ্রামের বাসিন্দা ধৃত মহিলা। ঘটনায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই মহিলাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষীবাহিনী। পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক আইন প্রক্রিয়া শেষ করে ধৃত বাংলাদেশি মহিলাকে বালুরঘাট আদালতে পেশ সাতদিনের হেপাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
গতকাল ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার খবর আসে।
ওই খবরের ভিত্তিতে ৭৯ ব্যাটালিয়ন বিএসএফের একটি দল হানা দেয়। তল্লাশিতে হিলি সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন মহিলাকে পাকড়াও করে। তাকে পাকড়াও করে জেরা শুরু করে জওয়ানরা। তদন্তে ওই মহিলা বাংলাদেশের নাগরিক বলে উঠে আসে। এরপরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই মহিলাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বিএসএফের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ এপ্রিল বাংলাদেশ সীমান্ত কুমিল্লা ও ভারতীয় সীমান্ত আগরতলার দিক থেকে ভারতে অনুপ্রবেশ করে। তারপরে সেখান থেকে বিমানে করে কলকাতা পৌঁছায়। কলকাতা থেকে বেঙ্গালুরুতে যায় ওই বাংলাদেশি মহিলা। সেখান থেকে মুম্বইয়ের কল্যাণ পৌঁছায় ওই মহিলা। মুম্বই থেকে ফের ট্রেনে করে কলকাতা পৌঁছায়। কলকাতা থেকে বনগাঁ সীমান্ত পৌঁছায়।
বনগাঁ সীমান্ত থেকে ফের কলকাতায় পৌঁছায় ওই মহিলা। এরপরেই বাসে করে কলকাতা থেকে হিলি পৌঁছায়। হিলি পৌঁছে বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু করেছিল ধৃত মহিলা। এদিকে মঙ্গলবার দুপুরে ধৃত মহিলাকে বালুরঘাট জেলা আদালতে পেশ করে ৭ দিনের হেপাজতের আবেদন করেছে পুলিশ। হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, ‘বিএসএফের তরফে বাংলাদেশ মহিলা নাগরিককে আমাদের হাতে তুলে দেওয়া হয়।