ভারত ঝামেলা চায় না। তবে পাকিস্তান যদি উত্তেজনা সৃষ্টি করে, তা হলে ভারত থেমে থাকবে না। বুধবার দুপুরে এমনটাই জানিয়ে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি জোর দিয়ে বলেন ভারতের উত্তেজনা বৃদ্ধি কোন ইচ্ছা নেই ,তবে পাকিস্তান অশান্তি বাধানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করবে ভারত।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি। সেই আবহেই ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ডোভাল। তারপর ব্রিটেন, সৌদি আরব, জাপান, রাশিয়া এবং ফ্রান্স-সহ বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গেও। বিভিন্ন দেশের প্রতিনিধিদের ডোভাল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অহেতুক উত্তেজনা ছড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে পাকিস্তান যদি এমন কাজ করে, তবে ভারতও প্রতিশোধ নিতে প্রস্তুত।