অপারেশন সিঁদুরের পর থেকে ফুঁসছে পাকিস্তান। টানা ১০-১২ দিন ধর প্রতিরাতে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে পাক সেনা। ৭ মে রাতে প্রিশেসন স্ট্রাইকের পর থেকেই সীমান্তে গোলাগুলি শুরু করেছে পাকিস্তান।
অপারেশন সিঁদুরের পরও সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। বৃহস্পতিবার রাতভর অশান্ত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলি চালায় পাকিস্তান । পাল্টা উত্তর দিয়েছে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি সেক্টরে লাগাতার গোলাবর্ষণ করে পাক সেনা।
পাক সেনার গুলিতে মারা গিয়েছেন সীমান্তবর্তী এলাকায় ১৫ জন সাধারণ মানুষ। আহত বহু,ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।
গোলাবর্ষণের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীরের পুঞ্চ জেলা। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। বৃহস্পতিবার রাতে পুঞ্চ জেলায় পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক ভারতীয় জওয়ানের। হোয়াইট নাইট কর্পসের ল্যান্সনায়েক দীনেশ কুমারের মৃত্যুর খবর জানিয়েছে সেনা।