ইডেন গার্ডেনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমাতঙ্ক, এবার রাজস্থানের সোয়াই মান সিং স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকালে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের ইমেলে আসে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি। সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু করে পুলিশ প্রশাসন। স্টেডিয়ামের কর্মীদের নিরাপদে সরিয়ে এনে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে পৌঁছয় ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং জঙ্গিদমন বাহিনী। তন্নতন্ন করে তল্লাশি চালানো হলেও মেলেনি কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ১৩ মিনিটে পাঠানো মেলে লেখা ছিল, “অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করতে আমরা বিস্ফোরণ ঘটাব, যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।” মেলটি এসেছে ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামক একটি সন্দেহজনক ইমেল আইডি থেকে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা স্টেডিয়াম সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জয়পুরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তদন্ত চলছে। এই স্টেডিয়ামেই ১৬ মে রয়েছে রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচ, যার আগে এই হুমকি বাড়িয়ে দিল নিরাপত্তা ঘিরে উদ্বেগ।