ভারত-পাকিস্তান যুদ্ধকালীন উত্তেজনার আবহে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত হচ্ছে। আইপিএল-এর পর এবার স্থগিত হল জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার স্বপ্নের প্রতিযোগিতা ‘এনসি ক্লাসিক’। আগামী ২৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এই প্রতিযোগিতা।
শুক্রবার রাতে টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাথলিটদের নিরাপত্তাই এখন অগ্রাধিকার। আগেই আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নীরজ। পহেলগাঁও জঙ্গিহানার পর তাঁর দেশপ্রেম নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট।
নীরজ বলেন, “এই সঙ্কটের সময় দেশের পাশে দাঁড়ানোই আমার প্রথম কর্তব্য। সেনাবাহিনীর জন্য প্রার্থনা এবং কৃতজ্ঞতা জানাই। ওরাই দেশের আসল মুখ।” পরিস্থিতি স্বাভাবিক হলে পরে নতুন সূচি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এই সিদ্ধান্তে স্পষ্ট, দেশের স্বার্থে কোনও আপস নয়, খেলাধুলার চেয়েও বড় দেশ!