নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু হল এক যুবতির।ঘটনাটি ঘটেছে উত্তর পাড়ার মাখলা এলাকায়। কিছুদিন আগে 19 বছরের সালোনি রানাকে ওই নেশা মুক্তি কেন্দ্রে রেখে আসেন তার বাড়ির লোকজন। উত্তর পাড়ায় নেশা মুক্তি কেন্দ্রে ভালো নি থাকলেও তার বাড়ি ছিল পূর্ব কলকাতার টেংরাতে। পালনের বাড়ির অভিযোগ দুপুরে তাদের ফোন করে বলা হয় তার মৃত্যু হয়েছে। খবর পেয়েই তারা নেশা মুক্তি কেন্দ্রে যান। কেন মৃত্যু হল তার কোন সঠিক জবাব নেশা মুক্তি কেন্দ্রের তরফে দেয়া হয়নি। বরং জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পর বিরোধী কথা বলেছে।
তবে প্রাথমিকভাবে ওই নেশা মুক্তি কেন্দ্রের বক্তব্য গলায় খাবার আটকে গিয়ে সালোনির মৃত্যু ঘটেছে। তড়িঘড়ি এক স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তার কে ডেকে এনে ডেট সার্টিফিকেট তো লিখিয়ে দেয়া হয়। বাড়ির লোকজন স্থানীয় থানায় অভিযোগ করেন। পুলিশ আসে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন আমি এরকম ঘটনার খবর পেয়েছি। কিন্তু এইসব নেশা মুক্তি কেন্দ্র তৈরি করার জন্য পুরসভার অনুমতি লাগে না। তবে কেন এবং কিভাবে ওই ১৯ বছরের মেয়েটিরমৃত্যু হল তা তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই অনেকটা সত্যি সামনে আসবে। আমি পুরুষকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করে পদক্ষেপ করতে।