বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটি সোশাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ট্রাম্পের দাবি, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” ‘যুদ্ধ’ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। মুখ বাঁচাতে ঘুরপথে আমেরিকার দ্বারস্থ হয় শরিফ প্রশাসন।
এরপরই আসরে নামে আমেরিকা। বস্তুত পাকিস্তানের অনুরোধে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেন মার্কিন প্রশাসন। সূত্রের দাবি, গত ৪৮ ঘণ্টায় লাগাতার দুদেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছে মার্কিন প্রশাসন। দফায় দফায় আলোচনা করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-ও।
তারপরই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় বলে দাবি আমেরিকার। শনিবার বিকাল ৫টা নাগাদ ট্রাম্প সোশাল মিডিয়ায় দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের পর দুই দেশের তরফেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সোশাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পরে ভারতের বিদেশমন্ত্রকও জানায়, পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তবে দুই দেশের কেউই ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখ করেনি।