Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

ভারত এবার নিজেই তৈরি করবে ক্ষেপণাস্ত্র

ভারত এবার নিজেই তৈরি করবে ক্ষেপণাস্ত্র

ভারত এবার নিজেই ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে। এজন্য লখনৌ তে তৈরি হবে আশি হেক্টর জমিতে নতুন অস্ত্র কারখানা। আজ রবিবার প্রতিরক্ষামন্ত্রী ওই অস্ত্র কারখানার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ওই কারখানার উদ্বোধন হচ্ছে না। পরে এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রস থেকে জানানো হবে কবে উদ্বোধন হবে।

ভারতে তৈরি ওই ক্ষেপণাস্ত্রে র নামকরা হয়েছে ব্রহ্মস। যদি ওই ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করা যায় তবে আগামী দিনে ভারত অস্ত্র ব্যবসায়ী হতে পারবে। এই কারখানাটি গড়ে উঠেছে লাখনৌ শহরের লাগোয়া ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কলমী এলাকায়। ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই কারখানার শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলাম নাশকরা তিন বছরের মধ্যেই ওই কারখানা টি চালু হওয়ার মুখে। ভারতীয় সেনাবাহিনীর গবেষণা করে গুড নাইট ক্ষেপণাস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই ক্ষেপনাস্ত কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে উদ্বোধনের পর ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে।

ভারতীয় সেনারা বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যেই পারদর্শিতার পরিচয় দিয়েছে। নতুন প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস কিভাবে যুদ্ধক্ষেত্রে সাফল্য আনবে তাই দেখতে হবে আগামী দিনে। তবে এই ব্রহ্মোস চালনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এই কারখানা ছাত্রকে ঘিরে ডিফেন্স সিঙ্গারশিয়াল এরিয়াতে তৈরি করা হবে ছাউনিও। থাকবে বিমান ওঠানামার সুযোগ। গত কয়েক দশকে ভারত বর্ষ পৃথিবীর অন্যতম সামরিক শক্তি রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে তা সকলেরই জানা। এখানে হেলিপ্যাড থাকার কথা রয়েছে।যাতে সেনা কর্তারা দ্রুত যোগাযোগ করতে পারে। তাই ভারতীয় প্রতিরক্ষায় এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিঃসন্দেহে নতুন মাইল ফলক তৈরি করবে।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani