রবিবার দুই প্রতিবেশীর সংঘর্ষের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ আরও দু জনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের শ্রীমানপুরের। জানা গিয়েছে, সজলধারার পাইপ বসানো নিয়ে দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে প্রায় ১২জন আহত হন। যাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বিষয়টি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় জামালপুর থানায়। এরপরেই জামালপুর থানার পুলিশ রবিবারই প্রতিবেশীদের সাথে অশান্তি মারপিটের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ আরও ২ জনকে গ্রেফতার করে সোমবার বর্ধমান জেলা আদালতে পাঠায়। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম সোমনাথ বাগ ও বাকি দুই প্রতিবেশী সমীর বাগ ও গৌতম আড়ি।