সীমান্তে সংঘর্ষবিরতির মধ্যেও পাকিস্তান সেনার ধারাবাহিক হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে চলেছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম প্রকাশ্যে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা জানিয়েছিলেন। এর পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠক করে জানান, শনিবার ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-এর মধ্যে কথা হয়েছে। তাঁরা সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছেন। আবার সোমবার বেলা ১২টায় দুই দেশের মধ্যে কথা হবে। কিন্তু সোমবার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনার ডিজিএমও কাশিফ আবদুল্লা হটলাইনে কথা বলেন।
গত ২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে গত ৬ মে গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিডেরা ‘অপারেশন সিঁদুর’-এ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দাবি, শতাধিক জঙ্গি নিহত হয় ওই অভিযানে।