মঙ্গলবার ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার জামশেদপুর লোকসভা কেন্দ্র এলাকার প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা আদিত্য হালদার কিডনি সংক্রান্ত কারণে অসুস্থ হয়ে মারা যায়। মৃত্যু করে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং জামশেদপুর লোকসভা কেন্দ্র এলাকায় তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য গ্রামে গ্রামে গিয়ে সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজ করতেন।
তার মৃত্যু সংবাদ শুনেই মঙ্গলবার রাতেই তার বাড়িতে গিয়ে তার মরদেহে ফুলের মালা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান এবং তার পরিবারবর্গকে সমবেদনা জানান পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তথা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অঞ্জনা মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, ঝাড়খন্ড রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য আদিত্য হালদারের অবদান আমরা কোনদিন ভুলবো না। তার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। তৃণমূল কংগ্রেসকে ঝাড়খণ্ড রাজ্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করবো।