ডাকাতির আগে অস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল চন্ডীতলা থানার পুলিশ। গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলি চন্ডীতলা থানার দুর্গাপুর হাইরোডের ধার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের দুর্গাপুর হাইরোডের ধারে এলাকায় ডাকাতি করার পরিকল্পনা ছিল। ডাকাতি করার জন্য তাদের সঙ্গীদের আসার জন্য অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পায় চন্ডীতলা থানা পুলিশের একটি দল ওই এলাকাতে হানা দিয়ে দুই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। বাকিরা পুলিশ দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধৃতদের নাম অভিজিৎ চ্যাটার্জী, শাহিনুর হোসেন। দুষ্কৃতীদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এলাকায়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চার চাকা গাড়ি, মোবাইল ফোন ও মুখোশ পরে ডাকাতি করা বিভিন্ন রকম সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের জেরার মুখে স্বীকার করে তারা ডাকাতির ছক কষেছিল। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।