সনাতন ব্রাহ্মণ সমাজের একটি প্রতিনিধিদল বুধবার আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের সাথে দেখা করে। তারা তাদের কিছু দাবি সম্পর্কে দুজনকে অবহিত করেছেন। এই প্রসঙ্গে সনাতন ব্রাহ্মণ সমাজের প্রতিনিধিরা বলেন, এদিন আমরা অমরনাথ চট্টোপাধ্যায় এবং অভিজিৎ ঘটকের সাথে দেখা করে অনুরোধ করেছি যে আমাদের সংগঠনের একটি অফিস প্রয়োজন। যাতে সেখান থেকে সংগঠনে কার্যক্রম পরিচালনা করা যায়। তারা আরো বলেন, বর্তমানে আমাদের কোনও অফিস নেই। যে কারণে সংগঠনটি ব্রাহ্মণ সমাজের উন্নয়নের জন্য কাজ করতে সমস্যায় পড়ছে।
ব্রাহ্মণ সমাজের নতুন প্রজন্ম পুরোহিতদের কাজ থেকে দূরে সরে যাচ্ছে। নতুন প্রজন্মকে আবার পুরোহিতদের কাজের সাথে সংযুক্ত করার জন্য ব্রাহ্মণ সমাজের কাজ করার প্রয়োজন। এ ছাড়া, ব্রাহ্মণ সমাজে অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা তাদের সন্তানদের জন্য কিছু করতে পারছে না। সনাতন ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকেও তাদের সহায়তা করা হবে। এদিন তাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে অমরনাথ চট্টোপাধ্যায় ও অভিজিৎ ঘটকের সাথে দেখা করেছি। তারা আমাদের দাবি নিয়ে আশ্বাস দিয়েছেন।