রাস্তায় বাড়ছে বাইকের ভিড়, বাড়ছে দুর্ঘটনাও। হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিলেন বর্ধমানের বাজে প্রতাপপুরের যুবক বিপ্লব দাস। রাজ্য সরকার ও জেলা পুলিশের বারবার সচেতন করা সত্ত্বেও হেলমেট ব্যবহারে উদাসীন যুব সমাজকে সচেতন করতে তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বর্ধমান থেকে দীঘার পথে। প্রায় ৪০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন শুধু একটি বার্তা পৌঁছে দিতে – ‘যদি চাও বাঁচতে, গাড়ি চালাও আস্তে, তবে সবসময় হেলমেট পরে বাইক চালাও’।
এদিন সকালে বর্ধমানের কার্জন গেট থেকে বিপ্লব এই কঠিন যাত্রা শুরু করেন। তীব্র গরম উপেক্ষা করে সপ্তম শ্রেণীতে পাঠরত ছোট ভাইকেও সঙ্গে নিয়েছেন তিনি। সেহারা বাজার এলাকায় পৌঁছালে সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হন বিপ্লব। তিনি জানান, যুব সমাজকে হেলমেট ব্যবহারে উৎসাহিত করাই তার এই অভিযানের মূল লক্ষ্য। বাইক চালানোর সময় হেলমেটের প্রয়োজনীয়তা এবং সচেতনভাবে গাড়ি চালানোর গুরুত্ব তিনি সকলের কাছে তুলে ধরতে চান। বিপ্লবের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে। আশা করা যায়, এই যুবকের প্রচেষ্টা হেলমেট ব্যবহারে অনীহা দেখানো চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে।