সিউড়ী-বোলপুর-রামপুরহাটে যখন হেরে যায় খুব লজ্জা লাগে, আশা করি এবারে তা হবে না। আমাদের লজ্জা বলেও তো একটা জিনিস আছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে অনুব্রত। এদিন সিউড়ীর রবীন্দ্র সদনে সাংগঠনিক বৈঠকের আয়োজন করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল, বিকাশ রায় চৌধুরী, মলয় মুখোপাধ্যায় সহ তৃণমূলের নেতা কর্মীরা।
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ ও জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জী রামপুরহাট সিউড়ী ও বোলপুর পৌরসভা এলাকায় ভোটের ফল খারাপ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই সংবাদমাধ্যমকে অনুব্রত মন্ডল বলেন, সিউড়ী-বোলপুর-রামপুরহাটে যখন হেরে যায় খুব লজ্জা লাগে, আশা করি এবারে তা হবে না, আমাদের লজ্জা বলেও তো একটা জিনিস আছে।