বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের রসিকডাঙ্গা গ্রামে দেওয়াল তোলাকে কেন্দ্র করে তেঁতে উঠলো এলাকা। জানা যায়, গ্রামের বাগদী পাড়া ও ধাঙ্গড়পাড়ার বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাগদী পাড়ায় জনৈক ব্যক্তি একটি গলির মুখে দেওয়াল তোলার কাজ করছিল। দেওয়াল তুলতে বাধা দেয় ধাঙ্গড় পাড়ার লোকেরা। দেওয়াল দিলে গলি দিয়ে আসা যাওয়ার পথ বন্ধ হবে বলে দাবি তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে প্রথমে বচসা বাধে।
পরে মারপিটে বেঁধে যাই। একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। বেশ কয়েকটি বাড়িতেও ঘটে ভাংচুরের ঘটনা। খবর পেয়ে সেখানে পৌঁছয় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। পুলিশ দু’পক্ষকে সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইঁট। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িতে। ঝামেলায় দুই পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে অভিযোগ। পরে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।