উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে রূপোর গহনা সহ গ্রেফতার এক। সূত্রের খবর, সুমন সরদার নামে এক পাচারকারী মোটরবাইকে করে প্রচুর পরিমাণ রূপোর গহনা নিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। হাকিমপুর চেকপোষ্টে বিএসএফের সন্দেহ হয়, তার বাইক থেকে উদ্ধার হয় প্রায় ১০ কেজির উপর গহনা।
যার বাজার মূল্য ৭ লক্ষ ৩১ হাজার টাকা। উদ্ধার হয়েছে চারটি এটিএম কার্ড। ধৃতের বাড়ি বাদুড়িয়ার থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামে। রূপোর গহনা পাচারকারী সহ তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ।