বসিরহাট সাংগঠনিক জেলার নতুন জেলা সভাপতি হলেন ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বুরহানুল মুকাদ্দিম লিটন। সাতটি বিধানসভা দায়িত্ব এখন এই নেতার হাতে। পূর্বে এই দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত লোকসভার সাংসদ হাজী নজরুল ইসলাম। এর পূর্বে এই ছাত্রনেতা সামলেছেন বাদুড়িয়া নর্থ ব্লকের সভাপতি দায়িত্ব। তাছাড়াও লিটন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।
এদিন নতুন জেলা সভাপতি নাম ঘোষিত হতেই বাদুড়িয়া, বসিরহাট ও জেলার সর্ব এলাকায় কর্মীরা মেতে ওঠেন, চলে মিষ্টি মুখ ও শুভেচ্ছা বিনিময়। সবুজ আবিরে মেতে ওঠে গোটা বসিরহাট সাংগঠনিক জেলা। নবনির্বাচিত সভাপতি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভায় তাতে ৫০ থেকে ৬০ হাজার ভোটে জিতে উপহার দিতে পারি তার জন্য আমরা বদ্ধপরিকর। নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব, পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগাবো।