শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অখিল গিরিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব দেওয়ার পর তিনি আজই আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক ডঃ সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া পৌরসভার প্রশাসক নন্দ মিশ্র, চন্ডিপুরের প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য, রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সহ অন্যান্য জেলা পরিষদ সদস্য সদস্যা ও জেলা পরিষদের আধিকারিক বৃন্দ। অখিলবাবু দায়িত্বভার গ্রহণের পর পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।