এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াতে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখে গ্রেফতার হল ভগবানপুরের বিজেপি নেতা তরুণ পাত্র। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক তরুণ পাত্রের বাড়ি ভগবানপুর থানার কোটবাড় অঞ্চলের পূর্ব রাধাপুরে। পুলিশ গোপন সুত্রে খবর পায় এই বিজেপি নেতা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ছড়াতে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করছে। তারপরেই এই প্রাইমারি স্কুলের শিক্ষকের বাড়িতে শনিবার রাতে ভগবানপুর থানার ওসির নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। জানা গেছে পুলিশি অভিযানে বিজেপি নেতা তরুণ পাত্রের বাড়ি থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়। পুলিশ এই বিজেপি নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনাটা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, থানায় ধৃত বিজেপির শিক্ষক নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ারে নাম জানতে পেরেছে।
অভিযুক্ত সেই সাপ্লায়ারের নাম প্রবোধ মহাপাত্র ওরফে টিকাই। আরো জানা গেছে টিকাইও বিজেপির নেতা হিসাবে এলাকায় পরিচিত। এরপর অভিযান চালিয়ে টিকাইকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত দুই বিজেপি নেতাকে রবিবার কাঁথি মহকুমা আদালতে পাঠায় পুলিশ। এদের নিজেদের হেফাজত নিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এই চক্রের পেছনে আরো কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা বা আরো কারা কারা যুক্ত রয়েছে, পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে বলে জানা গেছে।