হাওড়া গ্রামীণ জেলার প্রতিটি ব্লকে ব্লকে বীর সেনা জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে দেশের আসল নায়ক বীর সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জগৎবল্লভপুরের শিবানন্দপুর থেকে মুন্সিরহাট পর্যন্ত জগৎবল্লভপুরে বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু প্রমুখ। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বানিবন থেকে জোড়াপোল পর্যন্ত বিধায়ক ডাঃ নির্মল মাজির নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। ছিলেন তৃণমূল নেতা বিমল দাস, সেখ ইলিয়াস প্রমুখ। আমতা কেন্দ্রে এক মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক সুকান্ত কুমার পাল। শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডলের নেতৃত্বে বেলপুকুর থেকে হোগলাসী পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, তৃণমূল নেতা জুলফিকার আলী মোল্লা প্রমুখ।