পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় এসডব্লুএম প্রকল্পের মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করার জন্য ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এর বাজার এলাকায় স্টিল বিন বসানো হয়।
এদিন প্রতাপদিঘী বাজারে বসানো বর্জ্য সংগ্রহ করার স্টিল বিম গুলি উদ্বোধন হয়। এর পর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এসডব্লুএম এর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর গৃহে সাধারণ মানুষ কে সচেতন করতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিতে কেটে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মৃনালকান্তি দাস
অন্যান্যদের মধ্যে ছিলেন পটাশপুর ২ নং ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতি সভাপতি স্বপন মাইতি,শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পুরোবি দাস,প্রাক্তন প্রধান রামচন্দ্র দাস, সত্যেস্বর নন্দি প্রমুখ।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন সারা ব্লক জুড়ে ৭৭ টি ইউনিট তৈরি করা হলো। কঠিন বর্জ্য ,যে গুলো সাধারণ মানুষ যত্র তত্র ফেলে সমস্যা তৈরি করেন । জল নিকাশী থেকে শুরু করে বিভিন্ন যায়গায় এগুলো ফেলায় জল জমতে থাকে। তার থেকে ডেঙ্গু সহ বিভিন্ন রকম রোগ ছড়ায় । পরিবেশ দূষনের হাত থেকে ব্লকের বাসিন্দাদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হল।