১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ১২৩টি ম্যাচ খেলে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করা কোহলি শচীন টেন্ডুলকারের পর ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন। তিনি করেছেন ৯,২৩০ রান, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। তার টেস্ট গড় ৪৬.৮৫।
কাপ্তানি দিক থেকেও সফল কোহলি ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৪০টিতে, যা ভারতীয় ইতিহাসে সর্বোচ্চ।
তবে কোহলির এই হঠাৎ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, “খেলা ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত। বিরাট ও রোহিত দুজনেই নিজের ইচ্ছায় বিদায় নিয়েছে। ওদের ক্যারিয়ার অবিশ্বাস্য ছিল। তবে হ্যাঁ, বিরাটের সিদ্ধান্তে আমি অবাক।নতুন অধিনায়ক নিয়ে গাঙ্গুলি বলেন,সিলেক্টররা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। অনেকেই বুমরাহর কথা বলছে, কিন্তু চোট নিয়ে চিন্তা আছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।