ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ও বর্তমানে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন ছিলেন সেই মূল কারিগরদের একজন, যার কারণে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এবার কোনো ট্রফি ছাড়াই মরশুম শেষ করল। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে হেন্ডারসন একটি পেনাল্টি সেভ করে লন্ডনের ক্লাবটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রফি এনে দেন।
খেলার ৩৫তম মিনিটে প্যালেস ১-০ গোলে এগিয়ে ছিল এবেরেচি এজের গোলে। এ সময় সিটির পক্ষে পেনাল্টির সুযোগ আসে। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি নেন আর্লিং হালান্ড, কিন্তু তিনি পেছনে সরে দাঁড়ান এবং মারমুশকে সুযোগ দেন।
হেন্ডারসন বলেন,হালান্ড যদি নিত, আমি নিশ্চিত না থাকতাম কোন দিকে যাবে। কিন্তু মারমুশের ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম—আমি জানতাম সে কোন দিকে শট নেবে, এবং আমি সেটাই ঠেকিয়ে দিই।সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হেন্ডারসন বলেন, এটা অবিশ্বাস্য। আমরা বিশ্বাস করেছিলাম, আজ আমাদের দিন হবে। কোচের পরিকল্পনা ছিল, আমরা সেটা পুরোপুরি বাস্তবায়ন করেছি। আমরা এটা প্রাপ্য।গার্দিওলা ম্যাচ শেষে বলেন, পেনাল্টি কে নেবে সেটা খেলোয়াড়রাই মাঠে সিদ্ধান্ত নেয়। আমি ভেবেছিলাম হালান্ড নেবে, কিন্তু ওরা ওরকম সিদ্ধান্ত নিয়েছে।এই হারে ২০১৬-১৭ মরশুমের পর প্রথমবারের মতো কোনো ঘরোয়া শিরোপা ছাড়াই মরশুম শেষ করল সিটি।