Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

দক্ষিণ-পূর্ব রেলে ভোগান্তি অব্যাহত, ‘অস্বাভাবিক’ দেরিতে চলছে ট্রেন, নাকাল যাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলে ভোগান্তি অব্যাহত, ‘অস্বাভাবিক’ দেরিতে চলছে ট্রেন, নাকাল যাত্রীরা

সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেম ঠিকমতো কাজ না করার ফলে ব্যাহত হচ্ছে হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। নির্ধারিত সময়ের অনেক দেরিতে ট্রেন ছাড়ায় সমস্যায় পড়ছেন যাত্রীরা। এই গরমে হাঁসফাঁস অবস্থায় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে কার্যত আটকে পড়েছেন যাত্রীরা। হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় যাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয় সেই কারণে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়। নতুন লাইন বসানোর পাশাপাশি সিগনালিং সিস্টেমকে আরো উন্নত করার কাজ শুরু হয়। এর ফলে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন যাতে হাওড়া স্টেশনে ঠিক সময়ে পৌঁছায় সে ব্যাপারে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয়। গত ১৮ই মে এই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও নন ইন্টারলকিং সিগনাল সিস্টেম সঠিকভাবে কাজ না করার ফলে সোমবার থেকে ফের সমস্যা দেখা দেয়।

লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন দেরিতে চলাচল করে বলে অভিযোগ। মঙ্গলবারও পরিস্থিতির অবনতি হয়। হাওড়া মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া পুরী বন্দেভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে বলে অভিযোগ। এমনকি সোমবারের হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল মঙ্গলবার দুপুরের পর ছাড়ার কথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি বাতিল হয় একাধিক ট্রেন। চরম সমস্যায় পড়েন যাত্রীরা।

অনেক যাত্রী সোমবার সন্ধ্যে থেকে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে থাকেন। অনেক যাত্রী অসুস্থ রোগীদের নিয়ে দক্ষিণের হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা থাকলেও তাঁরাও আটকে পড়েন। কলকাতার গড়িয়ার বাসিন্দা ঝুমা লোধ বলেন, “আমাদের ট্রেন ছিল ২-১৫তে। শতাব্দী এক্সপ্রেস। এখন টাইম দেখাচ্ছে ৩-৪৫। এতক্ষণ দেখাচ্ছিল ঠিক টাইমেই ট্রেন চলবে। হাওড়ায় এসে জানতে পারি ট্রেন লেটে চলছে। তবে ট্রেন বাতিল হয়নি। গরমে সত্যিই খুব কষ্ট হচ্ছে।” আরেক ট্রেন যাত্রী আকাশ রজক বলেন, “আমাদের ট্রেনের যে টাইম ছিল এখানে উল্টোপাল্টা টাইম দেখাচ্ছে। আমাদের ট্রেন ছিল ১০-৪০এ। সেটা দেখাল ১৩-৪০। এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম জানতে পারছি না। আমি যাব ভুবনেশ্বর। ফ্যামিলিও ওইভাবে বসে আছে।” তবে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং সিগনাল সিস্টেমের কাজের ফলে এই সমস্যা দেখা দিয়েছে। তারা চেষ্টা করছেন যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani