ছোট থেকেই চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী গোপাল দের গাছ গাছালি র প্রতি অমঘ প্রেম। চুঁচুড়ার কাপাস ডাঙার বাড়িতে যেটুকু ফাঁকা জায়গা আছে সেইখানে দেখা যায় নানা ধরনের গাছের সম্ভার । কামরাঙ্গা, নারকেল ,কাঁঠাল, কলা, আম এগুলো তো রয়েছেই, এর সঙ্গে সঙ্গে সম্প্রতি তার বাগানে সুমিষ্ট ধোকা থোকা আঙুর ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোপাল বাবু ।এর সঙ্গে সঙ্গে তিনি তার বাগানে আপেল গাছ ও লাগিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাছটি বেশি দিন বাঁচেনি ,তবে যে আঙুর গাছটি টবে বসিয়ে ছিলেন তা ক্রমশ লতিয়ে বড় হয়েছে ফলন শুরু হয়েছে, এই মুহূর্তে তার বাগানে মাচায় ঝুলছে গুচ্ছ গুচ্ছ আঙুর, অনেকে বলেছিল যে এখানকার আবহাওয়ায় আঙ্গুর মিষ্টি হবে না, কিন্তু গোপাল বাবু তাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে আমি চ্যালেঞ্জ নিয়ে আমার বাগানে মিষ্টি আঙ্গুর ফলিয়ে দেখিয়ে দেবো, যেমন কথা তেমনি কাজ আজকে তার বাগানের আঙ্গুরের ফলন দেখতে প্রচুর মানুষ প্রতিদিন ছুটে আসেন তার বাড়িতে।
বাঁকুড়ার মতন শুষ্ক আবহাওয়ায় আঙুর চাষ ইতিমধ্য হয়েছে, সেখানে বড় করে আঙুর চাষ করা হয়েছে, কিন্তু গোপালবাবু যেটা করেছে সম্পূর্ণ শখে, কি করে এই আঙুর গাছটিকে বড় করতে তার খাবার জুগিয়েছেন, সেটিও তিনি বিস্তারিত ভাবে জানিয়েছেন। তিনি বলেন ছোট থেকেই আমার গাছের প্রতি একটা আলাদা টান রয়েছে, আমার এই ছোট্ট বাগানটিতে যেমন নানা ধরনের ফল ফুলের গাছ রয়েছে তার সঙ্গে সঙ্গে আমার ছাদেও টবে নানা ধরনের ফলের গাছ লাগিয়েছেন ,অবসরপ্রাপ্ত পুর কর্মী গোপাল বাবুর সারাদিনে অনেকটা সময় কেটে যায় এই সমস্ত গাছের পরিচর্যার কাজে।