রুতুরাজ গায়কোয়াড়ের চোট কি সত্যিই ছিল? এই প্রশ্নই তুলে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান রুতুরাজ, এমনটাই জানিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাঁর বদলে আনা হয়েছিল আয়ুষকে। কিন্তু হঠাৎ করেই রুতুরাজকে ভারত ‘এ’ দলের অধিনায়ক ঘোষণা করা হয় ইংল্যান্ড সফরের জন্য।
এই ঘোষণার পরই আকাশ চোপড়ার বক্তব্য, “চোট এত দ্রুত সেরে যায়? আন্তর্জাতিক ক্রিকেটে এমন দ্রুত ফেরা খুব সাধারণ নয়। তাহলে রুতুরাজ কবে ফিট হলেন?” তিনি আরও বলেন, “চোটের কথা বলে আইপিএল মিস করলেন, অথচ এখন জাতীয় দলের হয়ে খেলতে চলেছেন—এটা সত্যিই রহস্যজনক।”
চেন্নাইয়ের তরফে কখনও রুতুরাজের ফেরার সময়সূচি জানানো হয়নি। তাই চোপড়ার প্রশ্ন, “পর্দার আড়ালে এমন কিছু ঘটেছে কি, যা সাধারণ ভক্তদের জানা হয়নি?”
তাঁর আরও বিস্ফোরক মন্তব্য, “যখন ধোনি খেলছে, তখন রুতুরাজকে কেন অধিনায়ক করা হলো? ধোনি নিজে কী করে নেতৃত্ব ছেড়ে দিলেন? সব কিছু যেন আগে থেকেই পরিকল্পনা করা ছিল।”
সব মিলিয়ে, রুতুরাজের চোট নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।