নিষিদ্ধ অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বাঁধরোড এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতদের নাম বাপন সরকার ও মনোজ দেবনাথ। বাপনের বাড়ি প্রফুল্লনগরে এবং মনোজের বাড়ি প্রতাপনগরে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাঁধরোড এলাকায় হানা দেন নবদ্বীপ থানার আধিকারিকরা। অভিযানে ধরা পড়ে বাপন ও মনোজ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেগুলির মাধ্যমে অনলাইন বেটিং চলছিল বলে অভিযোগ।
বুধবার দুপুরে ধৃতদের আদালতে পেশ করে তিন দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর ফের শহরের নানা প্রান্তে সক্রিয় হয়ে উঠেছে অনলাইন জুয়ার চক্র। কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি বলেন, ‘‘কৃষ্ণনগর পুলিশ জেলার এসপির নির্দেশে অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের মূলচক্রীদের খোঁজে তদন্ত জারি আছে।’’