বুধবারেও বাতিল ট্রেন, দেরিতে চললো দূরপাল্লার একাধিক গাড়ি। পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক বলে দাবি রেলের। হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগনাল সিস্টেমের কাজ ঠিকমতো না হওয়ার ফলে মঙ্গলবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। এর পাশাপাশি বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয়।
মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে দু’একটি দূরপাল্লার ট্রেন বাতিল থাকলেও সময় পরিবর্তন করা হয় বেশ কিছু দূরপাল্লার ট্রেনের। মঙ্গলবার রাতে আজাদ হিন্দ এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও সেই ট্রেনটি বুধবার ছাড়ছে হাওড়া স্টেশন থেকে। দেরিতে চলছে মুম্বই দুরন্ত এক্সপ্রেস। অন্যদিকে, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে বারবিন এক্সপ্রেস, হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, একটা সমস্যা হয়েছে। তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে আগের থেকে তা স্বাভাবিক হয়েছে অনেকটাই।