সেই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিল ভারতীয় বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানান, গোটা ঘটনায় ভারতের কোনও যোগ নেই। আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্ত সমস্যায় ভারতকে দায়ী করাটা ইসলামাবাদের অভ্যাসে পরিণত হয়েছে। বুধবার ফের রক্তাক্ত বালোচিস্তান। আত্মঘাতী একটি গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয় তিন শিশু-সহ ৫ জনের। আহত হয়েছেন ৩৮জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। খুজদার জেলায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই একাধিক পাক সংবাদমাধ্যমে শুরু হয় ভারতবিরোধী প্রচার। পাক সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভারতীয় জঙ্গিরা পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের বীজ বুনছে। আমজনতা এবং নিষ্পাপ শিশুদের নিশানা করছে এই জঙ্গিরা।’ পরিকল্পনা করে বালোচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে ভারত, এমনটাই দাবি পাক সেনার।
ইসলামাবাদের এমন বিস্ফোরক দাবির পর পালটা দিয়েছে ভারত। যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানকেও একহাত নিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ‘খুজদারের ঘটনায় ভারতের যোগ রয়েছে বলে পাকিস্তান যে অভিযোগ এনেছে, তা নস্যাৎ করছি। বালোচিস্তানে যতজনের মৃত্যু হয়েছে তাতে ভারত শোকাহত। আসলে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে পাকিস্তানের যে পরিচিতি সেদিক থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। পাকিস্তান সন্ত্রাসদমনে ব্যর্থ, সেটা লুকাতে চাইছে তারা। আসলে ওদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করাটা ওদের অভ্যাসে পরিণত হয়েছে। তবে গোটা বিশ্বকে বিভ্রান্ত করতে পাকিস্তানের এই পদক্ষেপও ব্যর্থ হবে।’