শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘ইডি সংবিধানেরও তোয়াক্কা করছে না।’ সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাই কোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। তাতেই ক্ষুব্ধ শীর্ষ আদালত।
ইডির বিরুদ্ধে তাসম্যাক এবং তামিলনাড়ু সরকারের করা মামলায় সুপ্রিম কোর্টের বক্তব্য, “একটা গোটা সংস্থার বিরুদ্ধে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে? কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। আপনাদের তদন্ত তো সমস্ত সীমা ছাড়াচ্ছে।” শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।” ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।