মাত্র ১৭ বছর বয়সে অনন্য সব অর্জনে বিশ্বসেরার তালিকায় উঠে আসা ইয়ামাল এবার বার্সেলোনার হয়ে মেসির সেই স্মৃতিমাখা বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন।বিশ্ব ফুটবলের উদীয়মান এই বালক স্পেনের হয়ে জয় করেছে ইউরো কাপ। চলতি মরশুমেও বার্সেলোনার হয়ে জিতেছেন ঘরোয়া ট্রেবল। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছে ফুটবল দুনিয়ার।
বার্সেলোনায় ২০২৩ সালে অভিষেকের পর থেকেই মাঠের রেসে অনবদ্য হয়ে উঠছেন লামিন ইয়ামাল। হয়ে উঠেছেন বিশ্বজয়ী লিওনেল মেসির স্নেহধন্য উত্তরসূরি।সেই স্বীকৃতি হিসেবেই মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে দেখা যাবে স্প্যানিশ এই বিস্ময় বালককে।আগামী মরশুমে ইয়ামালের হাতে মেসির সেই স্মৃতিমাখা জার্সি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বার্সার জার্সি গায়ে ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাঠ রাঙিয়েছেন লিওনেল মেসি। এর আগে একই জার্সি পরে খেলেছেন রোনালদিনহো,রিকলমে ও রিভালদোর মতো কিংবদন্তিরা।
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ২০২১-২২ মরশুমে ১০ নম্বর ঐতিহাসিক সেই জার্সিটা গায়ে জড়ান উদীয়মান তারকা খেলোয়াড় আনসু ফাতিকে। বার্সাতে তার জার্নিটা আনন্দের হলেও চোটের কারণে মাঠের রেসে স্থির হতে পারেননি ফাতি। পরে অবশ্য চোট কাটিয়ে মাঠে ফিরলেও আর আগের ছন্দে ফেরা হয়নি।বার্সায় ১৯ নম্বর জার্সিতে খেলেন লামিন ইয়ামাল। আগামী ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ হওয়ার পর ইয়ামালের সাথে নতুন চুক্তিতে যাবে বার্সেলোনা। নতুন চুক্তিতে ইয়ামালের বেতন বাড়বে কয়েকগুণ। এতে রিলিজ ক্লজ থাকবে এক বিলিয়ন ইউরো। সব ঠিকঠাক থাকলে আগামী মরশুম থেকেই ১০ নম্বর জার্সি পরে ফুটবল দুনিয়াকে মাতাবেন বিস্ময় বালক লামিন ইয়ামাল।