পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত স্কুলে বর্তমানে চলছে গ্রীষ্মের ছুটি। দীর্ঘ একমাস ছুটির কারণে ক্ষুদে পড়ুয়ারা বিদ্যালয় ও শিক্ষক-শিক্ষিকাদের থেকে বিচ্যুত। এই পরিস্থিতিতে চিন্তিত অভিভাবকরা। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডলের উদ্যোগে চক্রের অধীনস্থ ৫টি অঞ্চল ৬১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে নির্দেশ দেন প্রতিটি স্কুলে শ্রেণী অনুযায়ী হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রস্তুত করতে। কারণ, প্রতি বছরের ন্যায় এই বছরও শিক্ষা দপ্তরের নির্দেশে প্রতিটি স্কুলে ছাত্র ছাত্রীদের দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে শিশুদের সাথে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলতে এবং শিশুমনে সৃজনত্মক, শিল্পকলা, সাংস্কৃতিক গুণাবলি, পরিবেশ প্রকৃতি নিয়ে সচেতনতা প্রভৃতি বিষয়ে শিশুদের উদ্ভাবনী ক্ষমতাকে তুলে আনতে দেওয়া হয়েছে সামার প্রজেক্ট।
এই সামার প্রজেক্ট নিয়ে এক অভিনব উদ্যোগ নিলো উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল। নিয়ম করে প্রতিটি অঞ্চলে যে সমস্ত বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রোজেক্ট দেখছেন অবর বিদ্যালয় পরিদর্শক। শিশুদের প্রোজেক্ট দেখার সাথে সাথে তাদের সাথে মত বিনিময় করে তাদের মানসিক বিকাশকে আরও উন্মোচিত করে তুলতে তাদের সাথে খেলার ছলে তাদের তৈরি করা প্রোজেক্ট গুলো কিভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তাদের সাথে তাদের সাথী হয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করছেন। মায়েদের সাথে মত বিনিময় করে পরামর্শ দিচ্ছেন বাড়িতে বাচ্চাদের কিভাবে গাইড করবেন। প্রান্তিক এলাকার স্কুল গুলোর শিশুদের অভিভাবকদের কাছে জানতে চাইছেন শিশুদের শিক্ষার মান উন্নয়নে তাঁদের কি মতামত।
শিশুদের নিয়ে তাদের বাড়ির আশেপাশের পুকুর, জলাভূমি, স্থানীয় গাছ, বন্যপ্রাণ, ভেষজ উদ্ভিদ, প্লাস্টিক দূষণ, জল সংরক্ষণ, বৃক্ষ রোপণ বিষয়ে নেচার ওয়ার্ক। অবর বিদ্যালয় পরিদর্শকের এই সামগ্রিক কর্মসূচিতে যোগ্য সঙ্গত দিচ্ছেন ৫ টি অঞ্চলের প্রধান শিক্ষক ও শিক্ষাবন্ধুদের নিয়ে গড়ে তোলা সামার প্রজেক্ট পরিদর্শন কমিটি। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত হিরাপুর গ্রাম পঞ্চায়েতের পোকপুঁজি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, কাঁজিয়াখালী মহাকালী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর হিরপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শনে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল, প্রভাত রঞ্জন মাইতি, সন্দীপ শী, সন্দীপ কপাট, শিক্ষাবন্ধু নির্মল হাজরা। চক্রের ৫টি অঞ্চলের ৬১টি স্কুলের সাথে সমন্বয় করে প্রতিটি পরিদর্শনে উপস্থিত ছিলেন পহেলাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর মন্ডল।