ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যক্তির গায়ে ও দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অধীন কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায়। আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত পরিবারের অভিযোগ, ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে গত দু’দিন আগে ইন্দকুড়ি এলাকার এক ফাস্টফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ-এর।
এরপর পুলিশি মধ্যস্থতায় ওই ফাস্টফুড ব্যবসায়ীর দোকান সরিয়ে দেওয়া হয় লটারি ব্যবসায়ীর দোকানের কাছ থেকে। অনুমান করা হচ্ছে, সেই ঘটনার পর রাগের বসে শনিবার দুপুর নাগাদ লটারি ব্যবসায়ী সুরজিৎ সাউ-এর উপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার পর একটি বাইকে করে পালিয়ে যায় দু’জন। অগ্নিদগ্ধ অবস্থায় লটারি ব্যবসায়ীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। তবে প্রকাশ্য দিবালোকে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার কেরানীচটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।