পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে ফেরা বাড়ির ছেলে লক্ষীকান্তকে মহা সমারোহে বরণ করলো তমলুক। শনিবার, বাড়ি ফেরার পর থেকেই তাকে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমে এলাকা জুড়ে। গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে ভারতীয় পতাকা লাগিয়ে বাজনা সহযোগে চলল এলাকা প্রদক্ষিণ। অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস গড়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষীকান্ত মন্ডল। গত সোমবার সকাল প্রায় আটটা কুড়ি নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে। অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার।
সেইমত শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ী ময়দানে লক্ষীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা। ফুলের তোড়া, গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষীকান্ত, তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষীকান্তের বাবা মা সহ গ্রামের বাসিন্দারা। লক্ষীকান্তের এহেন জয়কে তারা মনে রাখতে বাদ্যযন্ত্র সহযোগে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষীকান্ত কে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তাঁর গ্রামবাসী ও শুভানুধ্যায়ীরা।