পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাদারবুনি বাগদী পাড়ার ১৩৫ নম্বর বুথের প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের ঝান্ডা হাতে নিল শুক্রবার রাত্রি ৮টা নাগাদ। এই প্রসঙ্গে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মাদারবুনি বাগদি পাড়ার ১৩৫ নম্বর বুথের বেশ কিছু পরিবার ভুল বুঝে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরে তৃণমূলের উন্নয়নের জোয়ারে সামিল হতে তৃণমূলের ঝান্ডা হাতে ধরলেন। এর পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠান মঞ্চে অঞ্চলের মাদারবুনি বাগদী পাড়ার প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের ঝান্ডা হাতে নিল।
বিজেপি ছেড়ে আসা তৃণমূলে যোগদানকারী সদস্যদের হাতে তৃণমূলের ঝাণ্ডা তুলে দিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও গোগলা পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী এক সদস্য জানান, শাসক দল তৃণমূল সব সময় সুখে-দুখে তাদের পাশে দাঁড়িয়েছে, সে কারণেই তৃণমূলের উন্নয়নকে পাথেয় করেই তাদের এই দল ত্যাগ। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকারী সদস্যদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়ার সময় তাদেরকে সংবর্ধনা জানানো হয় তৃণমূলের তরফে, করানো হয় মিষ্টি মুখ।