পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ঢেলে সাজানোর দিকে ঝুঁকছে পাক সেনা, এমন তথ্য তুলে ধরা হয়েছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্টে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাগাতার দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে। তারপরেই প্রকাশ্যে এল এই রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত এই আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। চলতি বছরের জন্য তারা যে রিপোর্ট পেশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘চিনকে প্রধান প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে ভারত। অন্যদিকে নয়াদিল্লির কাছে পাকিস্তান কেবলমাত্র নিরাপত্তাজনিত সমস্যা। সাম্প্রতিককালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ হলেও তাদের যুযুধান প্রতিপক্ষ হিসাবে ধরছে না নয়াদিল্লি।’ তবে ভারত-পাক সংঘর্ষবিরতিতে মার্কিন ভূমিকা নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি ওই রিপোর্টে।
আগামী দিনে কোন পথে হাঁটবে ভারতের বিদেশনীতি, সেই নিয়েও বিস্তারিত মন্তব্য করা হয়েছে রিপোর্টে। সেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’তেই আরও জোর দেবে ভারত। দেশের মাটিতে অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সেনাকে আরও আধুনিক করে তোলার পাশাপাশি অস্ত্র আমদানি কমানোর চেষ্টা করবে ভারত। এছাড়াও দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রাখবে নয়াদিল্লি।
মোদি জমানায় অস্ত্র আমদানির ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরতা অনেকখানি কমেছে। তা সত্ত্বেও রাশিয়া-চিন গভীর সম্পর্কের কথা মাথায় রেখেই মস্কোর সঙ্গে বন্ধুত্বে চিড় ধরতে দিচ্ছে না ভারত। মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে ছোটখাট সংঘর্ষ জিইয়ে রাখাটাই পাকিস্তানের লক্ষ্য। কারণ ভারতকে বিপজ্জনক বলে মনে করে পাকিস্তান। তাই সেনার আধুনিকীকরণ, পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা আরও জোরদার করছে তারা।