রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মরশুমেই ইউরোপের ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন কিলিয়ান এমবাপে। লা লিগায় শেষ ম্যাচে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৩১তম গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে নিলেন তিনি। ভিক্টর গিয়োকেরেস ও মোহামেদ সালাহ্ ছিলেন তীব্র প্রতিদ্বন্দ্বিতায়, কিন্তু শেষমেশ এমবাপের জোড়া গোল সব হিসেব বদলে দিল।
মরশুমে ৩১ গোল করে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেলেন এমবাপে। সালাহ্ ২৯ গোল করে ৫৮ পয়েন্টে থেমে যান। ভিক্টর গিয়োকেরেসও তাঁর থেকে পিছিয়ে পড়েন।
এই অর্জনের মাধ্যমে এমবাপে গড়লেন এক অনন্য রেকর্ড—তিনি এখন একমাত্র ফুটবলার যিনি FIFA বিশ্বকাপ গোল্ডেন বুট, চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট এবং ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। রিয়ালের হুগো সানচেজ ও রোনাল্ডোর পর তিনিই এই সম্মানে ভূষিত হলেন। ইতিহাস এবার এমবাপের পায়ে লেখা রইল।