দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার তিনি ওই দাবি করেন।
এদিন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্টুরাম পাখিরা অভিযোগ করেন বিডিও, এস ডি ও অফিসের একশ্রেণীর কর্মী টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলছেন। এইজন্য তিনি তদন্ত করে ওইসব কর্মীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন। আবার অনেকেই বলছেন ভোটার তালিকায় তাদের নাম উঠেছে তৃণমূল কর্মীদের অথবা নেতাদের দশ হাজার টাকা দিয়ে। যারা দিতে পারেননি তাদের নাম উঠেনি। উদ্ভূত এই বিতর্ক নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বলেছেন আমরা বহু আগে থেকেই এই অভিযোগ করেছি।
এখন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মুখ থেকেই এসব বেরোচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি এ রাজ্যের সনাতনী হিন্দুদের নাম ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। ইতিমধ্যেই এইসব কাজের জন্য নির্বাচন কমিশন কাকদ্বীপ বিডিও কে শোকজ করেছে।
এই ঘটনার পাশাপাশি আরেকটি দিকও উঠে এসেছে। তা হলো যেসব জঙ্গি ধরা পড়ছে বাংলা অথবা বাংলার বাইরে দেখা যাচ্ছে তাদের আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এই বাংলা ঠিকানায়। এদের কারা এইসব সুযোগ করে দিচ্ছে এ নিয়ে তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন বিরোধী দলনেতা।
গোটা দেশে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে। দিল্লি হরিয়ানা পাঞ্জাব গুজরাট বিভিন্ন রাজ্য থেকে হোয়াইট শো অনুপ্রবেশকারীকে পুলিশ আটক করেছে। এরই মধ্যে কলকাতায় কালীঘাটে এক বাংলাদেশ অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে নাজার থেকে একজনকে যিনি ওই ব্যক্তিকে ভারতে এনেছিলেন। বিনা পাসপোর্ট এবং ভিসায় ওই অনুপ্রবেশকারী কালীঘাটে থাকছিলেন। সম্প্রতি একটি পথ দুর্ঘটনা ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। গত ১৮ই মে অনুপ্রবেশকারী আজাদ শেখ তার গাড়ি নিয়ে মোটর বাইকে যাওয়া নেতাজি নগর থানার এক ইন্সপেক্টর কে ধাক্কা মারে।
ওই ইন্সপেক্টর এর বাঁ পা ভেঙে যায়। প্রথমে এসএসকেএম এবং পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে সামান্তরিত করা হয়। ইন্সপেক্টর সুষেন দাস দাসকে দুর্ঘটনা জন্য আজাদ শেখ কে গ্রেফতার করা হয়। এরপরই পর্দা ফাঁস হয়। জানা যায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই সে দু’বছর ধরে কালীঘাটে রয়েছে। পুলিশ তদন্ত করছে।