দুর্নীতির জন্য চাকরি গিয়েছিল এক রেল কর্মীর।সিবিআই তদন্তে তার দুর্নীতি প্রমাণিত হয়। যে সিবিআই অফিসার ওই দুর্নীতি তদন্ত করছিলেন তাকে মারার জন্য ৩২ বছর অপেক্ষা। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের লখনৌয়ের সিবিআই অফিসের সামনে সেই ঘটনা ঘটলো। দুর্নীতির দায়ী চাকরি হারানো রেল কর্মী দীনেশ মুর্মু তীর ধনুক নিয়ে বিদ্ধ করলেন সিবিআই অফিসার বীরেন্দ্র সিং কে। তার বুকে তীর ঢুকে গভীর ক্ষত তৈরি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আর অভিযুক্ত চাকরি হারালো ওই রেল কর্মী দীনেশ মুর্মুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দীনেশের বাড়ি বিহারের মঙ্গেরে। পেশায় ছিল রেলের গাং ম্যান। কিন্তু ঘুষ নিয়ে সে একের পর এক দুর্নীতি করে। সিবিআই তদন্তে তার দুর্নীতি প্রমাণিত হয়। আর ওই দুর্নীতির তদন্ত করেছিলেন সিবিআইএন এএসআই বীরেন্দ্র সিং। তাই ৩২ বছর পর তাকে তীর বিদ্ধ করে প্রতিশোধ নেয়ার চেষ্টা। ধৃত বিনেসের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। জেলও হয়েছে তিন বছর পর্যন্ত। কিন্তু তারপরেও নিজেকে সংশোধন করেনি দীনেশ।