পশ্চিমবঙ্গের কালীগঞ্জ সহ দেশের পাঁচটি বিধানসভায় উপ নির্বাচন হবে আগামী ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন। রবিবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। এরফলে ওইসব কেন্দ্রে আজ রবিবার থেকেই চালু হয়ে গেল ভোটের বিধি নিষেধ।
গত ফেব্রুয়ারি মাসে কালীগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নাসির উদ্দিন শেখের মৃত্যু হয়। এছাড়া গুজরাটেরদুটি আসনে এবং কেরল ও পাঞ্জাবে একটি করে বিধানসভা আসনের উপনির্বাচন হবে।
গুজরাটের দুটি আসন হল কাদি ও বিসাবদর। পাঞ্জাবের লুধিয়ানা ও কেরলের নিলাম বুর বিধানসভা। ভারতের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তীতে এই পাঁচটি আসনের উপনির্বাচন বিজেপিকে অ্যাডভান্টেজ এনে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব মনে করে উপনির্বাচন হলেও তৃণমূল কংগ্রেস এবং পুলিশ একযোগে ভোট লুট করবে। তাই কেন্দ্রীয় বাহিনী এলেও এই ভোট লুট কে থামানো যাওয়া সম্ভব হবে না। বিজেপি বলেছে আমাদের মূল লক্ষ্য ২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পরিবর্তন। সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু হয়েছে।