কেরলে এসে গিয়েছে বর্ষা। আর সাত থেকে ১০ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। কিন্তু তার আগে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। এক জেরে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার ওই নিম্নচাপ ঘনীভূত হবে। বুধবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। করে সমুদ্র উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই চব্বিশ পরগনায়।
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের হয় জেলাতেও ভারী বৃষ্টি সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ছয় জেলাতে। এগুলোই হলো দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদাতে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সর্তকতা ও জারি করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলাতে বিপর্যয় মোকাবিলায় ত্রিপল এবং শুকনো খাবার মজুদ করার জন্য বলা হয়েছে।
পাহাড়ি এলাকায় রাস্তায় ধ্বস নামলে অতি দ্রুত মেরামতির জন্য পূর্ত দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে তৈরি থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তর কে তৈরি থাকতে বলা হয়েছে। এই নিম্নচাপ ঘনীভূত হলে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। সেজন্য জেলায় জেলায় বিদ্যুৎ দপ্তরকে সজাগ থাকতে বলা হয়েছে।