দুর্গাপূজায় এবার প্রত্যেক ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে রাজ্য সরকার অনুদান দেবে। সেই সঙ্গে বিদ্যুতের ক্ষেত্রে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিইএসসি মোট বিলের আশি শতাংশ থাক ছাড় দেবে। এছাড়া পুজোর জন্য পুরসভা অথবা রাজ্য সরকার কোন ফি আদায় করবে না। অর্থাৎ ওইসব ফি মুকুব করে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা কে বিরোধীরা ভোটের রাজনীতি বলে কটাক্ষ করেছে।
তাদের অভিযোগ সুপ্রিম কোর্ট বলার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না রাজ্য সরকার। কিন্তু ভোটের জন্য তিনি ক্লাব এবং বিভিন্ন আবাসনকে আর্থিক অনুদান পাইয়ে দিচ্ছেন। রাজ্য সরকারের টাকায় কিভাবে এবং কেন দেয়া হবে পুজোর জন্য শ্রেণীও প্রশ্ন তোলা হয়েছে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৮৫ হাজার টাকা। আর এবার এক ধাক্কায় বেড়ে গিয়ে হল এক লক্ষ দশ হাজার টাকা। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটির উদ্যোক্তাদের বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।














