সোমবার অনুষ্ঠিত হল দুর্গাপুর-ফরিদপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন। এদিনের এই সম্মেলনে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য চেয়ারম্যান জয়া দত্ত কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে গিয়ে বলেন, মমতার মধ্যে রামকে দেখতে পায় বিজেপি, আর তাইতো তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম বলে ধ্বনি তোলে বিজেপি। সোমবার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় তিলাবনী ফরেস্ট চত্বরে। উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী ক্ষমা নায়ক, জেলা সহ সভানেত্রী সুমিতা ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, চুমকি মুখোপাধ্যায়, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যরা। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য চেয়ারম্যান জয়া দত্ত।
তিনি বিজেপি দলকে হনুমানের দল বলে কটাক্ষ করেন। মহিলা কর্মীদের কাছে জানতে চান, বলুন তো বিজেপির লোকজনেরা তৃণমূল কর্মীদের দেখলে কেন জয় শ্রীরাম বলে ? উত্তরে তিনি বলেন, আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ওরা শ্রীরামকে দেখতে পায়, তাই রাস্তাঘাটে তৃণমূল কর্মীদের দেখলেই তারা জয় শ্রীরাম বলে ওঠে। এর পাশাপাশি তিনি তৃণমূল সরকারের বিগত বছরগুলির উন্নয়নের কথা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। এবং আগামী ২৬-এর ভোটে ১০০ তে ১০০ শতাংশ তৃণমূল জয়ী হবে বলে আশা করেন তিনি।