কাঁধে স্টেথোস্কোপ, চোখে চশমা, সাধারণ পোশাকে এক নিবেদিতপ্রাণ চিকিৎসক রোগী দেখছেন মনোযোগ সহকারে। তিনি ডাঃ প্রিয়তোষ ধল্ল, যিনি পরিচিত ‘এক টাকার ডাক্তার’ নামে। বর্তমান সময়ে যেখানে চিকিৎসার খরচ আকাশছোঁয়া, সেখানে মাত্র ১ টাকায় রোগী দেখে মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ডাঃ ধল্ল বাঁকুড়া জেলার বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করার পর বক্ষ ও হাঁপানি রোগ বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
পরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা অটুট। প্রতি শুক্রবার, নিজের বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসভবনে সকাল থেকে বিকাল পর্যন্ত মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখেন তিনি। কিন্তু কেন এই ১ টাকা? ডাক্তারবাবুর সোজা উত্তর, রোগী দেখার বিনিময়ে কিছু না নিলে চিকিৎসার মর্যাদা থাকে না, তাই ১ টাকা। তাঁর এই উদ্যোগে শুধু বাঁকুড়া নয়, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান থেকেও রোগীরা ছুটে আসছেন।
ডাঃ ধল্ল-এর বক্তব্য, আজকাল অনেক ডাক্তার শুধুই পয়সার পিছনে ছুটছেন। কিন্তু ডাক্তার হতে পেরেছি ভগবানের আশীর্বাদে, তাই মানবিকতা থাকা উচিত। যেখানে মানবিকতা আজকাল শুধুই কথার কথা, সেখানে ডাঃ প্রিয়তোষ ধল্ল বাস্তবেই এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই অনন্য উদ্যোগ চিকিৎসা জগতের প্রতি মানুষের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলছে।