Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket
Reddit

ইব্রাহিম জাদরানের দুরন্ত শতরান,জমে উঠেছে আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ

ইব্রাহিম জাদরানের দুরন্ত শতরান,জমে উঠেছে আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং ইংল্যান্ড। দুই দল তাদের প্রথম ম্যাচে হেরেছে। আফগানদের বাজেভাবে হারায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ইংল্যান্ড দলকে।এরপর গতকাল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ফলে এই ম্যাচ হয়ে দাঁড়ায় কার্যত নক আউট। যে দল হারবে সেই দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এমন অবস্থায় ক্রিকেট প্রেমীদের এক টানটান উত্তেজনার ম্যাচ উপহার দিল ইংল্যান্ড এবং আফগানিস্তান।ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। প্রথমে চাপে থাকলেও ইব্রাহিম জাদরানের অনবদ্য শতরানে ভাল করে ৩২৫ রানের বড় স্কোর করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন ইংল্যান্ডের স্কোর ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান‌।জয়ের জন্য ইংল্যান্ডের তখন প্রয়োজন ৯৬ বলে ১২৩ রান। ক্রিজে ৭৮ বলে ৭৭ করে জো রুট এবং ৩৭ বলে ৩৬ করে অপরাজিত রয়েছেন জস বাটলার।

লিয়াম লিভিংস্টোনকে স্লগ সুইপ করে বাউন্ডারিতে ধরা পড়ে ড্রেসিং রুমের পথে হাঁটা দিলেন ইব্রাহিম জাদরান। প্রতিপক্ষের খেলোয়াড়, সতীর্থ ও গ্যালারির দর্শকরা করতালি দিয়ে তাকে জানালেন অভিবাদন। মাঠে ছাড়তে ছাড়তে ব্যাট উঁচিয়ে জবাব দিলেন আফগান ওপেনারও। ছোট ছোট এসব মুহূর্তে ফুটে উঠছে দুর্দান্ত কিছু করে ফিরছেন তিনি।ম্যারাথন ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়েছেন ইব্রাহিম। উপহার দিয়েছেন এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।লাহোরে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ইনিংস শুরু করতে নেমে শেষ ওভারে আউট হয়েছেন তিনি। খেলেছেন ১৭৭ রানের চোখধাঁধানো ইনিংস। তার ১৪৬ বলের ইনিংসটি সাজানো ৬টি ছক্কা ও ১২ চারে।গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের কীর্তি গড়েছিলেন বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার করা ১৬৫ রানের রেকর্ডটি টিকল না এক সপ্তাহও। ইব্রাহিমের ব্যাটে নিজের রেকর্ড ভাঙার মুহূর্ত মাঠে থেকেই দেখলেন ইংলিশ ওপেনার। মাঠ ছাড়ার সময় আফগান ব্যাটসম্যানের পিঠ চাপড়ে দেন তিনি।চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেড়শ ছোঁয়া ইনিংস এই দুটিই।এ দিন আরেকটি রেকর্ডও ভেঙেছেন ইব্রাহিম। অবশ্য সেটি আগে থেকেই ছিল তার। ওয়ানডেতে আফগানিস্তানের জার্সিতে সর্বোচ্চ ১৬২ রান ছাড়িয়ে এবার ১৭৭ করলেন তিনি।

অথচ চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন জাদরান। এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আট মাস পর, ওয়ানডে খেলেন ১১ মাস পর। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি।গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাসে এর আগে ৬৭ ওয়ানডেতে দেড়শ ছোঁয়া ইনিংস ছিল না একটিও। চলতি মাসেই দেড়শ রানের ইনিংস দেখা গেল তিনটি।ইব্রাহিম জাদরানের চমৎকার ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ৩২৫ রান করেছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে চার ওয়ানডে খেলে প্রথমবার তিনশ ছাড়াতে পারল আফগানরা।

ইংলিশদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে এত রান তাড়া করে জয়ের নজির নেই কোনো দলের। সর্বোচ্চ ৩১৪ রানের লক্ষ্যে জিতেছিল শ্রীলঙ্কা, ২০২২ সালে।ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানদের শুরুটা একদমই ভালো হয়নি। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় দলটি। কঠিন সময়ে হাশমাতউল্লাহ শাহিদিকে নিয়ে হাল ধরেন ইব্রাহিম।দেখেশুনে খেলে রান বাড়াতে থাকেন দুজন। ৬৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন ইব্রাহিম। কিন্তু ফিফটি করতে পারেননি শাহিদি। আদিল রাশিদের বলে বোল্ড হন তিনি ৩ চারে ৪০ রান করে। ভাঙে ১০৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শাহিদির বিদায়ের পর আজমাতউল্লাহ ওমারজাইকে নিয়ে দলকে টানেন ইব্রাহিম। এই সময়ই ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক উপহার দেন তিনি। কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ১০৬ বলে।আরেক প্রান্তে দ্রুত রান তুলে ৩ ছক্কা ও ১ চারে ৩১ বলে ৪১ রান করে বিদায় দেন ওমারজাই। তাদের জুটিতে আসে ৭২ রান।সেঞ্চুরির পর রানের গতিতে দম দেন ইব্রাহিমও। দেড়শ ছুঁয়ে ফেলেন তিনি ১৩৪ বলে। আরেক প্রান্তে মফম্মদ নাবির ব্যাট থেকেও আসতে থাকে দ্রুত রান।ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে শেষ ওভারে বিদায় নেন ইব্রাহিম। ভাঙে নাবির সঙ্গে ৫৫ বলে ১১১ রানের বিধ্বংসী জুটি। ৩ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন নাবি।

READ MORE.....

READ MORE

Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani
Mimi Chakrabarty Koyel Mallik Ananya Pandey Mouni Roy Sraddha Kapoor Ankita Dave Pooja Hagde Sreeleela Rashmika Mandanna Kiyara Advani