প্রতিবছরের মতো এবছরও শিবরাত্রি উপলক্ষে শিব ও পার্বতীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন ওড়িয়া বাবার শিব মন্দির প্রাঙ্গণে। এদিন শিব-পার্বতীর বিয়ে উপলক্ষে বুধবার সন্ধ্যায় পানাগড় বাজারের বিশ্বকর্মা মন্দির থেকে শুরু হয় শিবের বর যাত্রীদের শোভাযাত্রা। আতশবাজি ফাটিয়ে ও বাজনা বাজিয়ে শুরু হয় শিবের বর যাত্রীদের শোভাযাত্রা। সেখান থেকে সমগ্র পানাগড় ঘুরে বুধবার মধ্যরাত্রে শিবের বরযাত্রী পৌঁছয় ওড়িয়া বাবার শিব মন্দিরে।
সেখানে হিন্দু শাস্ত্র মেনে শিব-পার্বতীর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন, প্রতিবছর তারা শিবরাত্রির দিন শিব পার্বতীর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বহু বছর ধরে পানাগড়ে এই রীতি চলে আসছে। বর যাত্রীদের মধ্যে পানাগড়ের রণডিহা এলাকার বাসিন্দারা যোগ দেন। অন্যদিকে পানাগড় গ্রাম ও দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার মানুষেরা কনে পক্ষের হয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। মহা ধুমধামে বিয়ের অনুষ্ঠানের আয়োজন এর পাশাপাশি কনে পক্ষ এবং বর যাত্রীদের জন্য মন্দির প্রাঙ্গণে সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয়।