পরপর দুই ম্যাচ হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ইংল্যান্ডের হয়ে সাদা বলে তার নেতৃত্বের অধ্যায়।ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শুক্রবার এই ঘোষণা দেন বাটলার।’ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াচ্ছি। আমার ও দলের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আশা করি, এই দায়িত্বে যে আসবে, বাজের (প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম) সঙ্গে মিলে ইংল্যান্ড দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে।”৩৫১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করে ইংল্যান্ড। পরে গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে ৩২৬ রানের লক্ষ্য ছুঁতে ব্যর্থ হলে সেমি-ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায় তাদের।আফগানদের বিপক্ষে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়ে বাটলারের অধিনায়কত্ব। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন ৩৪ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।
শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, এর আগের দুটি আইসিসি টুর্নামেন্টেও ব্যর্থ হয় ইংল্যান্ড। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা।গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের বাধা পেরোলেও, সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাটলারের দল। এবার আরেকটি টুর্নামেন্টে ব্যর্থতার পর নিজের কাঁধে দায় নিয়ে সরে দাঁড়ালেন তিনি।’স্পষ্ট ছিল যে, এই টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, দলের ফলাফলের দিক থেকে এবং আমার অধিনায়কত্বের দিক থেকেও। দুটি পরাজয়, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া অনেকটা আগের টুর্নামেন্টগুলোর মতোই। আমি আমার নেতৃত্বের শেষে চলে এসেছি। যা খুব হতাশার। এটা নিয়ে আমি ব্যথিত।”
২০২২ সালের জুনে ওয়েন মর্গ্যানের জায়গায় ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব পেয়েছিলেন বাটলার। ওই বছরের শেষ দিকে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড।এরপর আর কোনো সাফল্য মেলেনি। বরং ধীরে ধীরে অবনতি হয়েছে দলের পারফরম্যান্সে। চলতি বছর সাদা বলের ক্রিকেটে ১০ ম্যাচে ইংল্যান্ডের জয় মাত্র একটি। সব মিলিয়ে সবশেষ ২৫ ওয়ানডের মধ্যে ১৮টিই হেরেছে তারা।চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে শনিবার করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড।